মুন্সীগঞ্জ (শ্যামনগর)প্রতিনিধিঃ
শ্যামনগর টু মুন্সিগঞ্জ সড়কে মোটরসাইকেল ও মোটর ভ্যান সংঘর্ষে মারাত্মক আহত হয়েছে দুইজন। ঘটনাটি ঘটেছে ৮ ই নভেম্বর বুধবার বিকাল সাড়ে চারটার সময় মুন্সিগঞ্জ গ্যারেজ থেকে কিছুদূর গিয়ে সুরেন বাবুর কালভার্টের পাশে দুর্ঘটনাটি ঘটে। এতে মারাত্মক আহত হয়েছে মুন্সিগঞ্জ গ্রামের সামাদ গাজীর পুত্র মুন্সিগঞ্জ বাজারের ডিম ব্যবসায়ী জামাল গাজী (৩৮) ও মুন্সিগঞ্জ উত্তর কদম তলা শেখ বাড়ি মোড়ের বাসিন্দা শফির ছেলে আব্দুর রহমান (২৬)।
প্রত্যক্ষদর্শী আলামিন হোসেন জানান, গ্যারেজের দিক থেকে একটি ডাম্বার যাচ্ছিলো মুন্সিগঞ্জ স্যান্ডের দিকে তার পিছে ছিলো একটা মোটর ভ্যান এবং মুন্সিগঞ্জ স্যান্ডের দিক থেকে একটি মোটরসাইকেল এসে সুরেন বাবুর কালভার্টের পাশে সংঘর্ষ হয়। এতে জামাল এর ডান চোখের ওপর ক্ষত হয়ে চোখ বের হয়ে গেছে আর আব্দুর রহমানের ডান পা ভেঙে গেছে বলে মনে হয়। এছাড়াও মোটরসাইকেল ও ভ্যান টি ভেঙে গেছে।স্থানীয়রা বলেন আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply