বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা ওয়াটসান কমিটির পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত “বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার”রেইন ওয়াটার হার্ভেস্টিং বিতরণকরা হয়েছে।
শনিবার(২১ অক্টোবর) সকালে পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মাঠে এ রেইন ওয়াটার হার্ভেস্টিং বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই আলম বাচ্চুর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান,জনস্বাস্হ্য প্রকৌশলী মনিরুজ্জামান প্রমুখ।
এ সময় ৬৫ জন মুক্তিযোদ্ধাদের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং বিতরণ করা হয়।
Leave a Reply