শনিবার রাতে হরিণের মাংস সহ দুই চোরা শিকারী কে আটক করেছে বনবিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা।
গোপন সাংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী, দাতিনাখালী হুলা এলাকা থেকে মাংস সহ দুই জন শিকারী কে আটক করেছে বলে জানান বন বিভাগ।
আটক কৃত আসামী রা হলো শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী দাতিনাখালী গ্রামের
হান্নান শেখের ছেলে শামীম শেখ( ৩০) একয় গ্রামের জব্বার গাজীর ছেলে ইসমাইল(৩১)
এ বিষয়ে সিপিজির সাবেক সভাপতি ইসমাইল সানার কাছে জানতে চাইলে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক নয়টার দিকে ৩০ কেজি মত হবে হরিণের মাংস সহ তাদেরকে আটক করা হয়।
আটকৃত আসামিদের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশনে আটক রাখা হয়েছে।
এ বিষয়ে স্টেশন কর্মকর্তা এবি এম হাবিবুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন আনুমানিক ২০ থেকে ৩০ কেজি সুন্দরবনের হরিণের মাংস সহ দুইজন আসামিকে আটক করা হয়েছে, আগামীকাল রবিবার সকালে বন্যপ্রাণি নিধন আইনে মামলা দিয়ে তাদেরকে সাতক্ষীরা আদালতে পাঠানো হবে।
Leave a Reply