উপকূলীয় অঞ্চল(শ্যামনগর) প্রতিনিধঃ
শ্যামনগর উপজেলা গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসায় (১০ অক্টোবর ২৩)
মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিটে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন প্রতিষ্ঠানে পরিদর্শনে গিলে ছুটির নির্ধারিত সময়ের আগে মাদ্রাসাটির কার্যক্রম বন্ধ পেয়েছেন।
গাবুরা নিজামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা,গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি,এম মাসিদুল আলম, ইউপি সদস্য গোলাম মোস্তফা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম এর কাছে জানতে চাইলে চেয়ারম্যান বলেন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ আমরা বিদ্যালয়টিতে এসে দেখি বিদ্যালয়ের কার্যক্রম সবই বন্ধ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের কাছে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বলেন,আমার কাছে আগে থেকে খবর ছিল গাবরা নিজামিয়া দাখিল মাদ্রাসাটি নিয়ম না মেনে পরিচালনা করা হয়।
এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১ঃ৩০ মিনিটে সরজমিনে এসে দেখি মাদ্রাসাটির কার্যক্রম সবই বন্ধ, এমন কি ওই প্রতিষ্ঠানের জাতীয় পতাকাও নামানো ছিল ।
তিনি আরো বলেন পরিদর্শনে যেয়ে শিক্ষকদের কাউকে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে কথা বলতে চাইলে ও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।
অত্র বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম বন্ধ থাকায় আইনি কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, যেহেতু আমরা এসে দেখেছি প্রতিষ্ঠানটির সর্ব কার্যক্রম বন্ধ তবে অবশ্যই আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে।
Leave a Reply