মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার :
মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৮ অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন-৫২ কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মিজান, শ্রীমঙ্গল ক্যাম্প র্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাসরীন চৌধুরীসহ বিজিবি, র্যাব ও আনসার ভিডিপি কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
সভায় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সতর্ক থাকবে। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য নিয়োগ করা হবে।
মৌলভীবাজার জেলায় এবছর শারদীয় দুর্গাপূজায় ১০৩৬টি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় মণ্ডপ কমিটিকে সিসি ক্যামেরা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply