সংবাদ শিরোনামঃ
কয়রায় অসহায় রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ ৯ নং সোরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফল প্রকাশ  কালিগঞ্জের বিষ্ণুপুর সিম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে কয়রায় সুন্দরবনের ৩৪ কেজি হরিণের মাংসসহ আটক ১ সাতক্ষীরা উপকূলে শীত জেগে বসেছে, নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে অভিযোগ স্থানীয়দের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নি*হ*ত ৪ শ্যামনগর উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির নতুন কমিটি গঠন কালিগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  আজকের মত শীত কি পুরো মাস জুড়েই থাকবে যা জানালো আবহাওয়া অফিস শ্যামনগরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় জনসম্পৃক্ততা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
শ্যামনগরে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিতের ঘটনায় উপজেলা  প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা মুক্তিযোদ্ধা গণ

শ্যামনগরে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিতের ঘটনায় উপজেলা  প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা মুক্তিযোদ্ধা গণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরের উপকূলীয় ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা মুক্তিযোদ্ধাদের চরমভাবে লাঞ্ছিত ও অপমানিত করার প্রতিবাদে শুক্রবার ৬ অক্টোবর বিকাল ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল তিনি তার বক্তব্যে বলেন,মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারের উপরে তহশীল অফিসের বিপরীতে অনির্বাণ ক্লাব সংলগ্ন মুক্তিযোদ্ধাদের জন্য একটি জায়গা আছে। উক্ত জায়গাটি মুন্সিগঞ্জ ইউনিয়ন মুক্তিযোদ্ধা অফিস হিসেবে দীর্ঘ ৩৮ বছর জায়গাটি ব্যবহার করে আসছে।

সেখানে একটি ঘর ছিল,ঘরটি ভেঙে যাওয়ার কারণে একটি পাকা ঘর করার পরিকল্পনা করে,একটি সাইনবোর্ড দেওয়া হয়। উক্ত জায়গাটি দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা।গত ৫ অক্টোবর বৃহস্পতিবার শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর পরামর্শে আমি দেবী রঞ্জন মন্ডল সহ কয়েকজন মুক্তিযোদ্ধা হরিনগরে মুক্তিযোদ্ধাদের জায়গাটি পরিদর্শনে গেলে চেয়ারম্যান অসীম কুমার মৃধা ও তার লাঠিয়াল বাহিনী মুক্তিযোদ্ধা লুৎফার ফকিরকে ঠেলা গুতা মারেন। একপর্যায়ে আমাকে সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের মারতে উদ্ধৃত হয়।

একজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন এবং ব্যাপক হারে ভাইরাল হয়েছে। তিনি আরো বলেন, দেশ স্বাধীন করেছি। আজ একটি অফিস ঘরের সুরক্ষার জন্য একজন কনিষ্ঠ চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হলাম। এত বড় সাহস ইতিপূর্বে কেউ দেখায়নি। আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাই।

এ ঘটনায় আমরা সাতক্ষীরা-৪ আসনে জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় তার সাথে ছিলেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন, লুৎফার ফকির,গফফার ফকির, দেলোয়ার হোসেন, দেবী রঞ্জন জোয়ারদার, হাবিবুর রহমান ও শামসুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড