সংবাদ শিরোনামঃ
শ‍্যামনগর পোড়াকাটলা কমিউনিটি ক্লিনিক এর ভবনটির বেহাল দশা

শ‍্যামনগর পোড়াকাটলা কমিউনিটি ক্লিনিক এর ভবনটির বেহাল দশা

উপকূলীয় অঞ্চল( শ‍্যামনগর )প্রতিনিধিঃ
 শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা কমিউনিটি ক্লিনিকের  ভবনটির বেহাল দশা,যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে এমনটি আশঙ্কা করছেন স্থানীয়রা।
গত কয়েক দিন যাবৎ পোড়াকাটলা কমিউনিটি ক্লিনিক এর কার্যক্রম পরিচালনা করছেন দ্বিপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে।
এই ক্লিনিক টি তে প্রতিদিন ৬০ থেকে ৮০ জন রুগী কে চিকিৎসা সেবা দিয়ে থাকেন এখানকার দ্বায়ীত্বরত চিকিৎসক। সোমবার সকালে সরজমিনে যেয়ে দেখা যায় কমিউনিটি ক্লিনিকের সেবা নিচ্ছেন বেশ কিছু নারী-পুরুষ দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে।
পোড়াকাটলা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক সন্ধ‍্যা রানী বলেন প্রতিদিন যেভাবে রুগী আমাদের ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসেন তাদের যে পরিমাণ ঔষধ দরকার আমারা সে মতো ঔষধ দিতে পারিনা রুগীদের, কারণ ঔষধের চাহিদা অনুযায়ী ঔষধ কম আসে উপজেলা থেকে।
স্থানীয় ইউপি সদস্যর কাছে পোড়াকাটলা কমিউনিটি ক্লিনিকের ভবনটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ভবনটি বেশ কিছু দিন হলো হটাৎ ছাদের এক অংশে থেকে ঢশে পড়েন, তার পর থেকে এ ভবনটি ব‍্যবহার করা সম্ভব হয়নি।
বতর্মানে ক্লিনিক টির চিকিৎসকগণ এই এলাকার রুগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন পোড়াকাটলা দ্বীপায়ন ম‍্যাধমিক বিদ‍্যালয়ের একটি শ্রেণিকক্ষে।
 স্থানীয়দের দাবি পোড়াকাটা কমিউনিটি ক্লিনিকটির ভবনটি দ্রুত সংস্কারের দাবী করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড