সংবাদ শিরোনামঃ
 উপকূলীয় এলাকার তরুন জলবায়ু কর্মীরা বিশ্ব নদী দিবসে নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছে

 উপকূলীয় এলাকার তরুন জলবায়ু কর্মীরা বিশ্ব নদী দিবসে নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছে

 উপকূলীয় অঞ্চল (শ‍্যামনগর) প্রতিনিধিঃ
বিশ্ব নদী দিবস পালন করেছে উপকূলের যুবরা।
রবিবার সকাল ১০টায়(২৪ সেপ্টেম্বর ) সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন খোলপেটুয়া নদির পাড়ে মানববন্ধন করে।
এসময় যুবরা বিভিন্ন প্লেকার্ড টানিয়ে নদী দূষণ ও দখল মূক্তর দাবি জানান।
প্রতিবছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার দিবসটি পালন করা হয়। বিশ্ব নদী দিবসের এবারের প্রতিপাদ্য ‘রাইটস অব রিভার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি।
 সরকারি-বেসরকারি পর্যায়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।
 সাতক্ষীরা,র উপকূলীয় এলাকার তরুন জলবায়ু কর্মীরা বিশ্ব নদী দিবসে নদী সুরক্ষার দাবিতে।
 মানবন্ধন কর্মসূচি পালন করেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, বনজীবি যুব সংগঠন ও সিসিআরসি ইয়ুথ গ্রুপ। সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় সংলগ্ন এ কর্মসূচী পালন করা হয়,।
তরুন জলবায়ু কর্মী ইমাম হোসেন ও শামীম হোসেনের নেতৃত্বে সাতক্ষীরা’র উপকূলীয় এলাকার এ কর্মসূচী পালন করা হয়।
প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকে ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববারকে বিশ্ব নদী দিবস হিসেবে পালনের সূচনা করে। ২০০৫ সালে জাতিসংঘ দিবসটি অনুসমর্থন করে। এরপর থেকে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড