কয়রা(খুলনা) প্রতিনিধি :
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের “মা ও শিশু কর্ণার”থেকে সেবা পাচ্ছেন এলাকার মা ও শিশুরা।
ডরপ্ ইভলভ্ প্রজেক্টের সহায়তায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দুগ্ধদানকারী মা ও শিশুর জন্য এ সেবা চালু করেছেন।
মা ও শিশু কর্ণার থেকে সেবা নিয়ে বের হয়ে” মহারাজপুর গ্রামের সুমাইয়া খাতুন বলেন, অনেক সুন্দর হইছে৷ এরাম তো আগে দেখি নাই। ”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইউসুফ কবির জানান, ” ডরপ-ইভলভ প্রজেক্ট আয়োজিত পরামর্শ সভায় উপজেলা প্রশাসন থেকেও একটি ব্রেস্ট ফিডিং কর্নার করার বিষয়ে অনুরোধ করেন। ডরপ্ ইভলভ্ প্রজেক্ট আমাদের কে আরও উৎসাহিত করেছেন৷
ইউনিয়ন সচীব জনাব ফারুক হোসেন সরদার বলেন, ”আমরা অর্থবছর ২০২২-২০২৩ বাজেটে বিষয়টি রেখেছি এবং এটা করতে পেরে ভালো লাগছে, মা ও শিশু কর্ণার স্থাপন নিঃসন্দেহে একটি ভালো কাজ কারন নারী-পুরুষের সমতায়নে এটা আমাদের প্রথম পদক্ষেপ, এছাড়া স্বাস্থ্য সম্মত ও সুন্দর নিরালা পরিবেশ মা শিশুকে দুগ্ধ পান করাবেন”৷ উপজেলা ও জেলা প্রশাসন এর নির্দেশনা ছিলো এবং ডরপ্ ইভলভ্ প্রজেক্ট এর সুশীল সমাজ আমাদের এ ভালো কাজটি সম্পন্ন করতে আরও সহায়তা করেছেন, ডরপ্ ইভলভ্ প্রজেক্ট -কে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা।
Leave a Reply