সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের বিষ্ণুপুর সিম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে কয়রায় সুন্দরবনের ৩৪ কেজি হরিণের মাংসসহ আটক ১ সাতক্ষীরা উপকূলে শীত জেগে বসেছে, নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে অভিযোগ স্থানীয়দের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নি*হ*ত ৪ শ্যামনগর উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির নতুন কমিটি গঠন কালিগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  আজকের মত শীত কি পুরো মাস জুড়েই থাকবে যা জানালো আবহাওয়া অফিস শ্যামনগরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় জনসম্পৃক্ততা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  শ্যামনগর বুড়িগোয়ালিনী ৮ নং ওয়ার্ড ও ইউনিটির কমিটি গঠন  কালিগঞ্জে কৃষকদলের ঊঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে
মহারাজপুর ইউনিয়নের মা ও শিশু কর্ণার থেকে সেবা পাচ্ছেন মায়েরা

মহারাজপুর ইউনিয়নের মা ও শিশু কর্ণার থেকে সেবা পাচ্ছেন মায়েরা

কয়রা(খুলনা) প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের “মা ও শিশু কর্ণার”থেকে সেবা পাচ্ছেন এলাকার মা ও শিশুরা।
ডরপ্ ইভলভ্ প্রজেক্টের সহায়তায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দুগ্ধদানকারী মা ও শিশুর জন্য এ সেবা চালু করেছেন।

মা ও শিশু কর্ণার থেকে সেবা নিয়ে বের হয়ে” মহারাজপুর গ্রামের সুমাইয়া খাতুন বলেন, অনেক সুন্দর হইছে৷ এরাম তো আগে দেখি নাই। ”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ইউসুফ কবির জানান, ” ডরপ-ইভলভ প্রজেক্ট আয়োজিত পরামর্শ সভায় উপজেলা প্রশাসন থেকেও একটি ব্রেস্ট ফিডিং কর্নার করার বিষয়ে অনুরোধ করেন। ডরপ্ ইভলভ্ প্রজেক্ট আমাদের কে আরও উৎসাহিত করেছেন৷
ইউনিয়ন সচীব জনাব ফারুক হোসেন সরদার বলেন, ”আমরা অর্থবছর ২০২২-২০২৩ বাজেটে বিষয়টি রেখেছি এবং এটা করতে পেরে ভালো লাগছে, মা ও শিশু কর্ণার স্থাপন নিঃসন্দেহে একটি ভালো কাজ কারন নারী-পুরুষের সমতায়নে এটা আমাদের প্রথম পদক্ষেপ, এছাড়া স্বাস্থ্য সম্মত ও সুন্দর নিরালা পরিবেশ মা শিশুকে দুগ্ধ পান করাবেন”৷ উপজেলা ও জেলা প্রশাসন এর নির্দেশনা ছিলো এবং ডরপ্ ইভলভ্ প্রজেক্ট এর সুশীল সমাজ আমাদের এ ভালো কাজটি সম্পন্ন করতে আরও সহায়তা করেছেন, ডরপ্ ইভলভ্ প্রজেক্ট -কে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড