মাসুদ পারভেজ কালিগঞ্জঃ
বেঁচে থাকার অধিকার, জলবায়ুর সুবিচার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্ব) বেলা ১১ টায় উপজেলার ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় এ গ্লোবাল ক্লাইমেট স্টাইক পালিত হয়।
জনকল্যান সংস্থার প্রধান সমন্বয়ক মারুফ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ফিফা রেফারি ও জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ (ক্যাপ্টেন), জনকল্যান সংস্থার নির্বাহী পরিচালক সাহিদা পারভিন প্রমূখ।
এ সময় যুবকরা সরকারী পর্যায়ের বিনিয়োগকারী ব্যাংকগুলো এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানীর পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার আহবান জানিয়ে তারা বলেন, দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে নিয়ে জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবিতে ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয়। তাদের প্ল্যাকার্ডগুলোতে প্রকাশ পায় পৃথিবীকে জলবায়ু সংকট থেকে বাঁচিয়ে তুলার আকুতি। প্লেকার্ডে তাদের প্রতিবাদের অক্ষরে লেখা দাবি জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ কর, নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বৃদ্ধি কর, জলবায়ু সুবিচার চাই, ইত্যাদি প্রকাশ পায়।
Leave a Reply