শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরা’র শ্যামনগর সদর মটরসাইকেল পরিবহন মালিক সমবায় সমিতির পক্ষ থেকে সকল মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় সহস্রাধীক মানুষের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ই সেপ্টেম্বর বিকাল ৫.৩০ মিনিটে শ্যামনগর এফএম মার্কেটে সমিতির সভাপতি মোঃ ছাবের মিস্ত্রির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, সমিতির উপদেষ্টা ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক এস এম কামরুল হায়দার নান্টু।এসময় আরো উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন আ’লীগের সাধারণ পতিত পাবন মন্ডল,সাবেক ইউপি সদস্য রামকৃষ্ণ মন্ডল, সমিতির উপদেষ্টা জি এম মমিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম কামরুজ্জামান,উপজেলা অনলাইন নিউজ ক্লাব সভাপতি মারুফ হোসেন মিলন,থানার এস আই খবির হোসেন প্রমুখ। বিভিন্ন ইউনিয়নের মটরসাইকেল সমিতির সভাপতি সম্পাদক ও সদর মটরসাইকেল সমিতির নেতৃবৃন্দ শত শত বিভিন্ন পর্যায়ে শ্রমিকগণ উপস্থিত ছিলেন। সদ্য মৃত্যুবরণ কারী সদস্য মোঃ শাহাজাহান আলী কারিকর সহ সমিতির সকল বিদায় সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ কামরুল ইসলাম।
Leave a Reply