লেখক, জি.এম গোলাম মোস্তফা।
শ্যামনগরের নেতা তিনি
মহৎ বলে তাঁকে চিনি
আকাশ – উদার চিত্ত,
হৃদয় পটে আঁকেন তিনি
স্বপ্ন সুখেই নিত্য।
মুজিব সেনা কুসুম কলি
স্বার্থ নিজের দিয়ে বলি
সমাজ গড়ার কর্মি হন,
আমজনতার দুঃখ-ব্যথায়
সদা সহমর্মি হন।
গরীব-দুখীর আশার খনি
জনগণের চোখের মণি
ক্লিন নেতা মূর্ত যে,
ঘরে ঘরে দেন ছড়িয়ে
সেবাই স্বতঃস্ফূর্ত যে।
সবার মনের দুয়ার খুলে
জয় করেছেন হৃদ আজ,
দিল দরিয়া, তিনিই হলেন
সাঈদুজ্জামান সাঈদ আজ।
Leave a Reply