বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ প্রতিদিন অনলাইন ও দৈনিক জন্মভূমি পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও পৌর মৎস্যজীবী লীগ।
১৪ আগষ্ট (সোমবার) বিকালে মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবে উপজেলা মৎস্যজীবী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে মোরেলগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ, পৌর মৎস্যজীবী লীগ আহবায়ক এস,এম কবির হোসেন এমদাদ, সহ-সভাপতি মো. ইউনুস আলী শেখ ও মো. হেলালুজ্জামান কাজী প্রমূখ।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ বলেন ১৩ আগষ্ট-২০২৩ বাংলাদেশ প্রতিদিন অনলাইন ও দৈনিক জন্মভূমি পত্রিকায় “মোরেলগঞ্জে মৎস্যজীবী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন” শিরনামে প্রকাশিত সংবাদে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন ফকির উপজেলা মৎস্যজীবী লীগের অর্থ সম্পাদক মো. সোলায়মান ফকিরের বিরুদ্ধে ঘের ও জমি দখলে অভিযোগ এনে মানববন্ধন করেছেন, সংবাদটির তথ্য সঠিক নয়।
প্রকৃত পক্ষে প্রকাশিত সংবাদে মো. সোলায়মান ফকির নামের যে ব্যক্তিকে উপজেলা মৎস্যজীবী লীগের অর্থ সম্পাদক উল্লেখ করা হয়েছে সে মোরেলগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের কেহ নয়। অপর দিকে মো. দেলোয়ার ফকির নামের যে ব্যক্তিকে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক দেখানো হয়েছে, তিনি মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কেহ নয়।
তিনি আরো বলেন মোরেলগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ জন্মলগ্ন থেকে অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রকাশিত সংবাদে কোন এক ব্যক্তির নামের সাথে এ সংগঠনের নাম জড়িয়ে ঘের ও জমি দখলের দোষারোপ করা হয়েছে। এতে উদ্দেশ্য প্রনোদিতভাবে মোরেলগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগকে হেয় প্রতিপন্ন ও মানক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে। এর পূর্বে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এক প্রতিবাদ লিপিতে সকল সাংবাদিকদের সতর্কতার সাথে সংবাদ সংগ্রহ ও প্রকাশের অনুরোধ জানানোর কিছু দিনের মধ্যে একই ভাবে ভুল ও ভিত্তিহীন তথ্য সম্বলিত খবর প্রকাশে আমরা বিষ্মিত হয়েছি।
এইরুপ অসত্য ও মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকারও দাবী জানান সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দরা।
Leave a Reply