সংবাদ শিরোনামঃ
অসহায় বৃদ্ধাকে পানির ড্রাম হস্তান্তর

অসহায় বৃদ্ধাকে পানির ড্রাম হস্তান্তর

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের ষাটোর্ধ্ব বয়সী এক বিধবা নারীকে পানির ড্রাম দেয়া হয়েছে। উপকুলীয় এলাকার মানুষের খাবার পানির কষ্টের কথা বিবেচনায় রোকেয়া এ হাবিবের পক্ষ থেকে ঐ ড্রাম হস্তান্তর করা হয়। শনিবার শ্যামনগরের সিডিইও এর স্বেচছাসেবক হাফিজ বৃদ্ধা হামিদা বেগমের হাতে ্পুহারের পানির ড্রাম উঠিয়ে দেন।
উল্লেখ্য তীব্র লবনাক্ততাসহ শ্যামনগরের উপকুলবাসী সাম্প্রতিক সময়ে খাবার পানির অভাবে ভুগছে। খাবার পানি কিনে খাওয়ার মত সামর্থ্য না থাকা পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও নাজুক পর্যায়ে পৌছেছে। এমতাবস্থায় হামিদা বেগমের আহবানে সাড়া দিয়ে শুরু হওয়া বর্ষা মৌসুমে ধারণকৃত পানি সংরক্ষনের মাধ্যমে বছরের বাকি সময় খাওয়ার জন্য তাকে রোকেয়া এ হাবিবের পক্ষে তকে ঐ পানির ড্রাম সরবরাহ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড