শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই আগস্ট শনিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা পরিষদ কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ শ্যামনগর থানা পুলিশ। আলোচনা সভার শুরুতে শেখ কামালের ছবিতে পুষ্পস্তবক অর্পণ সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালক করেন থানা মসজিদের ইমাম।
Leave a Reply