কয়রা(খুলনা) প্রতিনিধি ঃ
কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা (সাস) এর উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষাদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে এ চেক বিতরণ করা হয়। সাসের প্রকল্প সমন্বয়কারী খান মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি বিএম তারিক-উজ-জামান, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, সহকারি পরিচালক একেএম গোলাম ফারুক, আঞ্চলিক ব্যাবস্থাপক ফরিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক জিএম মাসুম বিল্লাহ, আবু তাহের, আনন্দ মোহন ঢালী, অরুপ কুমার মন্ডল, অডিটর রুহুল আমিন, স্টামফোর্ডর্ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিবেশ বিভাগের ছাত্র ইমন পারভেজ প্রিন্স। পিকেএসএফ এর শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় ২০২১ সালের ২য় পর্যায় ২০২২ সালের ১ম পর্যায়ে সংস্থার সদস্য পরিবারের মধ্যে মাধ্যমিক/ সমমান পরিক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক সমমান শ্রেনিতে অধ্যায়নরত ৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেন। প্রতিজনকে ১২ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা ২ বছরে দুই বারে মোট ২৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি গ্রহন করবে।
Leave a Reply