ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধি:
‘নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বিনা জামানতে লোন দেয়া হবে’ এবি ব্যাংক সাতক্ষীরার কলারোয়া শাখার উদ্বোধন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধভাবে এমন কথা জানিয়েছে অতিথিরা। সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলারোয়া উপজেলা পৌর সদরের চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় এবি ব্যাংক কলারোয়া শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি এবি ব্যাংক খুলনার আঞ্চলিক প্রধান আরিফ কামাল চৌধুরী।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের অনলাইন পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শাখার অপারেশন ম্যানেজার কাজী আব্দুল ওয়াকিল, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন বাচ্চু, পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ কলারোয়া শাখার ডিজিএম মোহাম্মদ ওবায়দুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ক্ষুদ্র জনগোষ্ঠীর উন্নয়নে এবি ব্যাংক এখন কলারোয়ায়। মূল শাখার সকল সেবা এখন কলারোয়া উপ-শাখায়। ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী, নারী উদ্যোক্তা সহ সকলের জন্যই নির্দিষ্ট সেবা নিয়ে এবি ব্যাংক এখন আপনাদের পাশে। বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ বিল, পাসপোর্ট এর চালান অর্থ জমা দিতে পারবেন সকলে। এবং নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বিনা জামানতে ৯.১% হারে লোন দেয়া হবে।
Leave a Reply