মোঃ বনি আমিন (জীবন)রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নলুয়া ও চরবৃষ্টি গ্রামের প্রায় ৫ হাজার
মানুষের চলাচলের ৪ কিলোমিটার কাঁচা রাস্তা এখনো পাকা হয়নি। রাস্তাটি দেখে মনে হতে পারে হাল চাষ করার জমি। কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। শিশু, বৃদ্ধ, প্রসূতি নারী, অসুস্থ রোগী ও মসজিদের মুসল্লিদের দুর্ভোগের শেষ নেই।
দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। কিন্তু জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে সাড়া দিচ্ছে না। এ কাঁচা পথ পড়ি দিয়ে শিক্ষার্থীরা চর বেস্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়া আসা করে। এই রাস্তা দিয়েই গ্রামবাসী খেতের ফসল ঘরে তোলে। এ ছাড়া ওই রাস্তা দিয়ে চরমোন্তাজ বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রী কেনাকাটা করতে যেতে হয় এলাকাবাসীকে।
নলুয়া বাজারে মেহেদী হাসান রাসেল জানান, চরম ভোগান্তির শিকার হয়ে এখানকার লোকজনের যাতায়াত করতে হয়। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের ভোগান্তি বেশি। এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে শিক্ষার্থীদের জামাকাপড় ও বই খাতায় কাঁদা মেখে যায়। রাস্তাটি দ্রুত সংস্কারে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,কে শামসুদ্দিন আবু মিয়ার সাথে মুঠোফোনে অনেক বার যোগাযোগ করার চেষ্টা করার পরও পাওয়া যায়নি ইউপি চেয়ারম্যান কে ।
Leave a Reply