বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে বাইসাইকেল চুরির সময় মুরশিদ সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৬ টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সম্মুখে। আটক মুরশিদ সরদার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নারকোলি গ্রামের মরহুম ফজর আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন বাজার মোড়ে ভাজা বিক্রেতা ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছিল মুরশিদ। তাৎক্ষণিভাবে বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ধাওয়া করে ওই সাইকেল চোরকে হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে চোরকে থানায় নিয়ে আসে।
এর আগে মঙ্গলবার একই স্থান থেকে উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মরহুম আরশাদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০) এর বাইসাইকেল চুরি হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছে। এছাড়াও গত শুক্রবার আলমগীর হোসেন (৫২) নামে এক দলিল লেখকের সাইকেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply