সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে দিনদুপুরে ডাকাতি স্বর্ণ, নগদ টাকাসহ সর্বস্ব লুট কালিগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা কালিগঞ্জের কুশুলিয়া কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ৫নং কৈখালী তে বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা সভা  ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ সুন্দরবন দেখতে যেয়ে মোটর সাইকেল থেকে পড়ে চালকের মৃত্যু  কালিগঞ্জের মৌতলা কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে আছু সভাপতি, হাফিজ সম্পাদক নির্বাচিত হয়েছে শ্যামনগরের রমজান নগর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে একতা তরুণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে 
মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বিরেন মন্ডল ও গীতার বাড়িতে-এমপি মিলন

মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বিরেন মন্ডল ও গীতার বাড়িতে-এমপি মিলন

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে মোরেলগঞ্জে এসে নিহতের বাড়িতে ছুটে যান স্থানীয় এমপি এ্যাড. আমিরুল আলম মিলন।

সোমবার (১৭ জুলাই) বিকেলে বনগ্রাম ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বীরেন মন্ডল ও তার স্ত্রী গীতা রানী মন্ডলের বাড়িতে বাগেরহাট ০৪ আসনের এমপি এ্যাড. আমিরুল আলম মিলন উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও নগদ অর্থ সহয়তা প্রদান করেন। এ সময় এমপি, নিহতের সন্তানদের কর্মসংস্থানসহ পরিবারটিকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

স্থানীয় এমপির সফর সঙ্গী হিসেবে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতা ও কর্মী সমর্থক,পার্শ্ববর্তী ইউপি চেয়ারম্যান ও সদস্যগন গাড়ি বহর সহ যোগ দেন। স্থানীয় সংসদ সদস্য বনগ্রাম ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামের বৌবাজারে উপস্থিত হয়ে কর্দমক্ত মেঠোপথে পায়ে হেটে নিহতের বাড়িতে একটি জরাজীর্ণ কুঠিরে উপস্থিত হন। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্থান পরিদর্শন করেন। নিহতের সন্তান ও আত্মীয় স্বজনদের সাথে এ ঘটনায় দূঃখ প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারটিকে সমবেদনা জানান ।

পরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামের বৌবাজারে উপস্থিত জনসম্মূখে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি বৌবাজার থেকে নিহত বিরেন মন্ডলের বাড়ি পর্যন্ত কর্দমক্ত রাস্তাটি দেখে দূঃখ প্রকাশ করে রাস্তাটির এ অবস্থা তাঁর জানা ছিলনা বলে জানান। তিনি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করনের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন। আগামী নির্বাচনে পুনরায় তিনি নির্বাচিত হলে মোরেলগঞ্জ শরণখোলা উপজেলায় কোন কাঁচা রাস্তা থকবে না বলেও জানান।

উল্লেখ্য ৯ জুন শনিবার সকালে বনগ্রাম ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের বৃদ্ধ বীরেন মন্ডল ও স্ত্রী গীতা রানী মন্ডল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড