সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত  কালিগঞ্জে জামায়াতের ৯টি ইউনিয়নের জামায়াতের আমীরগনের শপথ অনুষ্ঠিত  সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবীদের সংবর্ধনা প্রদান  কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে ১জন গ্রেফতার কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত নানা আয়োজনে শ্যামনগরে মহান বিজয় দিবস উদযাপন সুন্দরবন রক্ষার্থে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ৭৬পিস ইয়াবা সহ আটক -২
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরন

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নে প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।
১০ জুলাই থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণের ১১ জুলাই বিকাল ৫:০০ টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির ইউনিয়ন টিম লিডার মোঃ ফজলুল করিম, সিসিডিবি এর প্রকল্প ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়ক সুজন বিশ্বাস, এফএস এন্ড সিবিও আবুল হাশেম মিয়া, মাঠ সংগঠক স্বরসতী সরকার, চন্দন দাস এবং ইসহাক বাড়ই প্রমূখ।
উক্ত প্রশিক্ষণে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ এবং ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে লাইফ জ্যাকেট, ভেস্ট, বাঁশি, হেলমেট করাত প্রভৃতি উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি বলেন ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সব থেকে বড় ভূমিকা রাখে এবং দুর্যোগ একা মোকাবেলা করা সম্ভব নয় এটা সমষ্টিগতভাবে মোকাবেলা করতে হয়’।
সভাপতি হিসেবে উপস্থিত হাজী নজরুল ইসলাম বলেন, সরকারের এসওডি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে তাদের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পাশাপাশি সিসিডিবি কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড