মাসুদ পারভেজঃ
নিত্যপণ্যের কাঁচামরিচ, মসলাসহ নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া, বাঁশতলা হাটসহ বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আজহার আলী।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার মৌতলা, বিষ্ণুপুর, বাঁশতলা, দক্ষিণ শ্রীপুরসহ কুশুলিয়া বাজারে পরিদর্শনে আসেন তিনি। নিত্যপণ্যের বাজারদর সহনীয় পর্যায়ে আছে কিনা তা জানতে সরেজমিনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের এ বাজার মনিটরিং।
এরআগে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি, মূল্য তালিকা না টানানোসহ কয়েকটি অভিযোগে পল্টি মুরগির দোকান ও কাঁচামালের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, কাঁচামরিচ, মসলাসহ নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ও মুদিসহ বিভিন্ন খাদ্যপণ্যের বাজার দর নিয়ে ক্রেতাদের অভিমত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ মনিটরিংঅভ্যস্ত থাকবে এবং জোরদার করা হবে।
Leave a Reply