কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিন্থ শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা ও কমিউনিটি পেট্রোলিং গ্রূফ (সিপিজি) এর যৌথ অভিযানে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১১০ কেজি অবৈধ চিংড়ি মাছ পাচারকালে ২ জনকে গ্রেফতার করেছে । এ সময় তাদের নিকট থেকে ২ টি মোটরসাইকেল জব্দ করা হয়। জানা গেছে গতকাল ২৫ জুন সকাল ৭ টার দিকে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাববুনিয়া এলাকা হতে এ সকল অবৈধ চিংড়ি মাছ, মোটরসাইকেল সহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার জোড়শিং গ্রামের আলী বকস গাজীর পুত্র সুজাউদ্দিন (৩৫) ও সিরাজুল মোড়লের পুত্র জোবায়ের মোড়ল (২৩)। অভিযানকালে উপস্থিত ছিলেন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির স্টাফ শিকদার মোস্তাফিজুর রহমান, অদুত মোল্যা ও আবেদুল ইসলাম।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply