কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রায় হরিণের মাংস পাচারকালে ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। জানা গেছে, শুক্রবার সকাল ৯ টার দিকে কয়রা থানার অধিনস্থ কাশিয়াবাদ পুলিশ ফঁাড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলা ৫নং কয়রা গ্রামের দক্ষিনপাড়া কাশিরখালধার এলাকা হতে তাদেরকে হরিণের মাংস সহ আটক করে। আটককৃতরা হলেন, কয়রা উপজেলার দেয়াড়া গ্রামের আঃ হালিম শেখের পুত্র রোকনুজ্জামান (২৩) ও ৫নং কয়রা গ্রামের মৃত মেছের গাজীর পুত্র রাজু হুসাইন (৩৫)। তবে প্রত্যক্ষদর্শিদের সুত্রে জনা যায়, হরিনের মাংস কিনে নিয়ে যাওয়ার পথে তাদেরকে আটক হয় । কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে।
Leave a Reply