নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগরে এই প্রথম সিনেমা উৎসব।
‘জলের ছবি, মাটির ছবি’, বড় পর্দায়!
আগামী ২২ এবং ২৩শে জুন, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার।
স্থান, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠ।
এই উৎসবে প্রতিদিন দেখানো হবে দুই বাংলার আলোচিত, সমাদৃত সব সিনেমা।
শো শুরু বিকাল সাড়ে ছয়টায়। একদম ফ্রি! ফ্রি!! ফ্রি!!!
আগত প্রথম ৩০০ জন দর্শককে দেওয়া হবে একটি করে ফ্রি কুপন, আর প্রতি দিনশেষে দুইজন ভাগ্যবান দর্শক পাবেন একটি করে স্মার্টফোন।
হ্যাঁ! তাই আর দেরী নয়, পরিবারের সকলকে নিয়ে চলে আসুন সিনেমা দেখতে!
Leave a Reply