দেবহাটা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহাকে ঘিরে দেবহাটার পারুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের প্রায় সাড়ে ১১’শ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনভর এ দুটি ইউনিয়নে এসব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। সকালে পারুলিয়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, ইউপি সদস্য রবিউল ইসলাম, আব্দুর রকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নওয়াপাড়া ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চলতি দায়িত্বরত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম। এসময় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীসহ সকল ইউপি সদস্য, সদস্য ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply