আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে অসহায় দরিদ্র দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় মাসুদ পারভেজ লাইব্রেরী কর্তৃক আবু ছাঈদ এর সভাপতিত্বে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পের করেন
শুক্রবার (৯জুন) সকাল১০টাই।
উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন, শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, হেমায়েত হোসেন মিঠু, আক্তার হোসেন, প্রমুখ।
এসময় সভাপতির বক্তব্যে বলেন, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এমন সেবা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।তিনি আরো বলেন সমাজের অসহায় দারিদ্র ও পিচিয়ে পড়া জনগুষ্ঠি পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহবান জানানো হয়েছে।
Leave a Reply