নিজস্ব প্রতিবেদকঃ
সবাই মিলে করি পন, বন্ধ হবে প্লাষ্টিক দুষন।এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র,ছাত্রীদের নিয়ে ভামিয়া সিসিআরসি ও ভামিয়া ইয়োথ টিমের বাস্তবায়নে ও সিসিডিবি -পিসিআরসিবি প্রকল্প,শ্যামনগরের সহযোগীতায় বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ওবৃক্ষ রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়।র্যালিতে অংশ গ্রহন করেন স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ,শিক্ষক মণ্ডলি সিসিআরসির
সদস্যবৃন্দ,ভামিয়া ইয়োথ টিমের লিডার মোঃ ইমাম হোসেন সহ অন্যান্য সদস্য।এ ছাড়া উপস্থিত ছিলেন বনবিবিতলা সিসিআরসির অন্যতম সদস্য মোঃ গোলাম রব্বানি গাজী। উপস্থিত ছিলেন সিসিডিবি সংস্থার হিসাব রক্ষন কর্মকর্তা মিসেস ন্যান্সি বিশ্বাস, মাঠ সংগঠক মিঃ জগদীশ সরদার ও মিস দিল আফরোজ, অখিল মণ্ডল সহ আরো অন্যান্য সুশীল সমাজের ব্যক্তি বর্গ।অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভামিয়া সিসিআরসি ইয়োথ টিমের লিডার মোঃ ইমাম হোসেন। এবং অনুষ্টান টি সঞ্চালনায় ছিলেন মিঃ কংকন বৈরাগী।
Leave a Reply