বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃশ্যামনগর বুড়িগোয়ালিনী কালী মন্দির মাঠে (৩১ মে ২৩) বুধবার বিকেল চারটায় নারী চিংড়ি শ্রমিক দলের আয়োজনে, বে- সরকারি উন্নয়ন সংস্থা লির্ডাস এর সহযোগিতায় ও অক্মফাম এর অর্থায়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ন্যায্য মজুরি চাই পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।পথ নাটক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য জি এম আব্দুর রউফ।
এসময় আরো উপস্থিত ছিলেন
দেবব্রত কুমার গাইন, অমিও কুমার মন্ডল, সম্পা দাস, সাধনা রানী বৈদ্য,শিরিনা খাতুন ও শিরিন সিমা।পথ নাটক অনুষ্ঠানটি স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির লক্ষে এবং নারী শ্রমিকদের ন্যায্য শ্রম পেতে এ নাটক অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply