মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবন রক্ষায় বন বিভাগের সহয়তায় গঠিত পিপলস ফোরাম (পিএফ) কমিটির ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৩১ মে বেলা ১১ টায় কাশিয়াবাদ স্টেশনের হলরুমে সুন্দরবন খুলনা রেঞ্জের উদ্যোগে ও প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগিতায় এ কমিটি গঠন করা হয়। পিপলস ফোরামের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুন্দরববন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসসিএফ) এজেডএম হাছনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দাকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি অসিত কুমার মন্ডল, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান, সুতারখালী স্টেশন কর্মকর্তা মোঃ সমশের আলী ও বানিয়াখালী স্টেশন কর্মকর্তা একেএম আবু সাইদ। সিএমসির ট্রেজারার মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সাইট অফিসার মোঃ আলাউদ্দিন, বন কর্মকর্তা মোশারাফ হোসেন, মোঃ আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, সুরেশ চন্দ্র মিস্ত্রী, মনিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান,মোঃ মেজবাউল হক, ভিসিএফ প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটন, আশরাফ আলী, মোঃ আনিস মোল্যা, সাবিনা খাতুন প্রমুখ। আলোচনা শেষে মোল্যা মনিরুজ্জামান মনিকে সভাপতি ও মিজানুর রহমান লিটনকে সাধারন সম্পাদক এবং আশরাফ আলীকে কোষাধাক্ষ্য করে ১১ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী গঠন করা হয়। অনুষ্ঠানে বন বিভাগের বিভিন্ন স্টেশন কর্মকর্তা, টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, সিএমসির সদস্য সহ ৭৮ টি ভিসিএফ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply