সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের বিষ্ণুপুর সিম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে কয়রায় সুন্দরবনের ৩৪ কেজি হরিণের মাংসসহ আটক ১ সাতক্ষীরা উপকূলে শীত জেগে বসেছে, নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে অভিযোগ স্থানীয়দের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নি*হ*ত ৪ শ্যামনগর উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির নতুন কমিটি গঠন কালিগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  আজকের মত শীত কি পুরো মাস জুড়েই থাকবে যা জানালো আবহাওয়া অফিস শ্যামনগরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় জনসম্পৃক্ততা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  শ্যামনগর বুড়িগোয়ালিনী ৮ নং ওয়ার্ড ও ইউনিটির কমিটি গঠন  কালিগঞ্জে কৃষকদলের ঊঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে
আগামীকাল থেকে সুন্দরবনের সকল ধরনের পারমিট ৯০ দিনের জন্য বন্ধ 

আগামীকাল থেকে সুন্দরবনের সকল ধরনের পারমিট ৯০ দিনের জন্য বন্ধ 

এম এ হালিম শ‍্যামনগর থেকে
বিশ্বের বৃহত্তম ম‍্যানগ্রোভ ফরেস্ট ইউনেস্কো ঘোষিত worId Heritage site’ও Ramsar WetIand স্বীকৃতিপ্রাপ্ত। সুন্দরবনের এই প্রাকৃতিক বেষ্টনী প্রতিবছর সিডর,আইলা,বুলবুলসহ সাম্প্রতিক আম্পানের মতো সুপার সাইক্লোনের তান্ডব থেকে দক্ষিণাঞ্চলের মানবসম্পদ, বনজসম্পদ ও প্রাণিজলজসম্পদ দ্ব‍্যর্থহীনভাবে রক্ষা করে চলেছে। বনবিভাগের গভেষণাএবং তথ‍্য- উপত্ত অনুসারে জুন, জুলাই ও আগষ্ট – এ তিন মাস
 (১জুন ২৩ থেকে ৩০ আগষ্ট ২৩) তারিখ পযর্ন্ত সুন্দরবনের মাছ কাঁকড়া,পর্যটক সহ সকল প্রকার পাস পারমিট বন্ধ করে দিয়েছেন বন মন্ত্রণালয়।
বনবিভাগ সূত্রে জানাযায় সুন্দরবনের মৎস‍্য ও বনজ‍‍্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে  আগামী ৩মাস (৯০) দিন সুন্দরবনে বিচারণকারী পশু পাখিও গাছ-গাছালির প্রজনন মৌসুম।
বন‍্যপ্রাণী অবাধ বিচারণ ও বংশবিস্তারের স্বার্থে সীমিত এ সময়টিতে পর্যটন, জনপ্রবেশ ও বন- নির্ভর পেশাজীবীদের প্রবেশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখা সম্ভব হলে ধীরে, ধীরে সুন্দরবন তার রুপ ফিরে পেতে পারে।
 সেকারনে জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক বিপর্যয় সংক্রান্ত নানামুখী প্রতিকূলতা রোধ করে উপকূলীয় অঞ্চলে’ ডেলটা প্ল‍্যান এর সফল বাস্তবায়নের আওতায় বিশ্বের ম‍্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টেম পূনরুজ্জীবিতকরণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGS) -এর ১৩ ও ১৪ নম্বর লক্ষ্যমাত্রা প্রত‍্যক্ষভাবে অর্জনের লক্ষ্যে  জুন,জুলাই ও আগষ্ট মাসে সর্বপ্রকার পর্যটন ও বন নির্ভর পেশা স্থগিত রাখা হয়েছে বলে জানান পশ্চিম সুন্দরবনের সহকারি বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী।
রেঞ্জ কর্মকর্তা আরো বলেন সেক্ষেত্রে পর্যালোচনা পূর্বক সংরক্ষিত এলাকাটির উপর জীবন জীবিকার তাগিদে নির্ভরশীল বাওয়ালি, মৎস্যজীবী প্রমগ্র অথবা নির্ধারিত সময় গুলোতে বিশেষ খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণের করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সেকারণে কোন প্রকার এ তিন মাস বনজদ্রব আহরণ করা থেকে বিরত থাকার আহবান জাননো হয়েছে। এ আইন অমান‍্য করলে বন আইন অনুযায়ী ব‍্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা উপকূলের জেলে বাওয়ালীদের কাছে সুন্দরবনে প্রবেশের সকল পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে, এবিষয়ে জানতে চাইলে জেলে হানিফ গাজী বলেন তিন মাস সুন্দরবনে প্রবেশ সহ সকল ধরনের বনজ‍্য সম্পদ আহরণ বন্ধ করে দেওয়ায় আমাদের সংসার চালানো খুব দুষ্কার হয়ে যাবে, এমনকি আমাদের না খেয়ে ও দিন কাটাতে হবে।
জেলে কামরুল ইসলাম বলেন দ্রব্যমূল্যের বাজার উদ্যগতি, আমরা কিভাবে এই তিন মাস সংসার চালাবো সরকার যেটুকু চাউল দেয় তাতে আমাদের চলে না, আমাদের দাবি এই তিন মাস আমরা সরকারিভাবে সহায়তা পেয়ে সংসার চালাতে পারি সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের সবিনয় অনুরোধ রইল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড