বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ মে) রাত সাড়ে দশটার দিকে উপজেলার টাউন নোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক কারবারীরা হলো খুলনার গল্লামারি এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ আইয়ুব আলী ( ৪০) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রুবেল (২৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন।
Leave a Reply