বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০মে হতে ২৩জুলাই পযর্ন্ত মোট ৬৫ দিন নৌযান কর্তৃক মৎস্য আহরণ করা থেকে বিরত থাকতে হবে সকল মৎস্য জেলেদের।
মৎস্য ওপ্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এস,আর. ও নং আইন/ ২০২৩- এর ধারা ৩(ক) মোতাবেক বাংলাদেশের সামুদ্রিক মৎস্য জলসিমায় প্রত্যেক বছর ২০মে হতে ২৩জুলাই পযর্ন্ত অথবা তৎকর্তৃক নির্ধারিত যে কোন সময়ে সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা যে কোন প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
সামুদ্রিক মৎস্য আইন ২০২০ -এর ধারা উপধারা ২ বলে জারিকৃত এ নিষেধাজ্ঞা সকল মৎস্য নৌযান কে প্রতিপালনের জন্য আহবান করেছে বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ।
তবে এ আইন অমান্য করলে সামুদ্রিক মৎস আইন ২০২০ ও তদাধীনে প্রণীত সামুদ্রিক মৎস্য বিধিমালা,২০২৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply