বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে প্রতিপক্ষের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে শাকিলা
পারভীন নামের এন অসহায়। রোববার (৭ মে) বেলা ১২টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে
সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, জেলার রামপাল উপজেলার
বারুইপাড়া ইউনিয়ানের বারুইপাড়া গ্রামের আঃ জব্বার মল্লিক (৬৫) কে
জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আব্দুল ছত্তার মল্লিক, ফাহাদ মল্লিক,
জিহাদ মল্লিক, মহিদুল মল্লিক সোহাগ মীর, জাকির শেখরা ২১এপ্রিল ২০০৩
তারিখ বিকালে আমার পিতা জব্বার মল্লিক আসরের নামাজ আদায়ের উদেশ্যে
গাজীবাড়ি মসজিদে যাওয়ার পথে টেনে-হেঁচড়ে আব্দুল ছত্তার মল্লিকের বাড়ির
ভিতরে নিয়ে গরুর দড়িদিয়ে খুটির সাথে বেধে মারপিট করতে থাকে এ সংবাদ
পেয়ে আমার বাবাকে উদ্ধারে জন্য আমার ভাই নাহিদ মল্লিক ছুটি গেলে
আসামীরা তাকে দাদিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে আমার ছেলে এইচ
এসসি পরিক্ষার্থী সিব্বির নানা ও মামাকে উদ্ধারের জন্য ছুটে গেলে
আসামীরা তাকেও মারপিঠ করে। পরে স্থানিয় পথচারিসহ আশপাশের লোকজন তাদের
আহত অবস্তায় তিন জনকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রথমিক
চিকিৎসাদিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এর মধ্যে আমার
বাবা তর্বমানে ঢকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি লিখিত
অভিযোগে আরো বলেন, অভিযুক্তরা আমাদের মালিকানাধীন মৎস্যঘের থেকে প্রায়
সাড়ে তিন লক্ষ টাকার চিংড়িমাস সহ অন্যান্য মৎস্যদি লুট করে নিয়েছে।
এব্যাপারে রামপাল থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ না নেওয়ায় বিজ্ঞ
আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলা আমলে নিয়ে রামপাল থানায় এফ
আইয়ার হিসাবে গন্য করার নিদেশ প্রদান করেছে। আমরা আসামীদের প্রতিনিয়ত
অত্যাচারে জর্জরিত হওয়ায় মিথ্যা মামলা ও জীবন নাশের ভয়ে আমাদের বাড়ি পুরুষ
শুন্য হয়ে পড়েছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবার নিরাপত্তা প্রশাসনের
হস্তক্ষেপ কামনা করেন শাকিলা পারভীন।
Leave a Reply