শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ৮ নং ওয়ার্ডের ভামিয়া সিসিআরসি সংগঠনটির মুল লক্ষ্য ও উদ্যেশ্য হলো আত্মমানবতার সেবায় কাজ করার মাধ্যমে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি করা।তারই ধারাবাহিকতায় (২৯.০৪.২৩) শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত ভামিয়া সিসিআরসি সংগঠনের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। স্বাস্থ্য সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃপারভেজ হায়দার ও সহযোগী হিসেবে ছিলেন পল্লী চিকিৎসক শাহাবাজ হোসেন। ভামিয়া সিসিআরসি সংগঠনের সভাপতি মোঃ রেজাউল করিম ঢালির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সেবার কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিতি ছিলেন ভামিয়া সিসিআরসি সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাকিম, ও সহ সম্পাদক মোঃ সহর আলি সরদার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিসিডিবি সংস্থার জলবায়ু পরিবর্তন প্রকল্পের মাঠ সংগঠক মিঃ জগদীশ সরদার। ভামিয়া সিসিআরসি সংগঠনের স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে অত্র এলাকার মানুষ একদিক থেকে আর্থিক ভাবে উপকৃত হয়েছে, তেমনি সাথে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছে যা জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Leave a Reply