মাসুদ পারভেজ :
ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন কালিগঞ্জের কৃতি সন্তান রনি আহমেদ।
ইতালি আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ডিজিটাল উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা দেশরত্ন শেখ হাসিনার হাতকে প্রবাসের মাটিতে শক্তিশালী করার লক্ষে এ কমিটি গঠন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
প্রসঙ্গত: রনি আহমেদ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর এলাকার বাসিন্দা। ইতালির বিশিষ্ট ব্যবসায়ী রনি আহমেদ এলাকার মানুষের কাছে একজন দানবীর হিসেবে পরিচিত।
Leave a Reply