কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের নিকলীতে আবাসিক প্যারাইডাস হোটেল থেকে তামান্না (২২) নামে এক যুবতী লাশ উদ্ধার করেছে নিকলী থানা পুলিশ এবং আটক হয়েছে দুই জন।
কুলিয়ারচর উপজেলা রামদী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের অহিদ মিয়ার মেয়ে নিহত তামান্না আক্তার (২২)।
আটককৃতরা হলেন, কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের মোঃ কাঞ্চন মিয়ার ছেলে হুমায়ুন (২৯), করগাঁও ইউনিয়নের ভূনা গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ শাকিল (৩৫)।
নিকলী থানা সূত্রে জানা যায়, চারদিন আগে তামান্না আক্তার ও তার কৃথিত স্বামী হুমায়ুন (২৯), স্বামী স্ত্রী পরিচয় দিয়ে গত রাাতে নিকলী হোটেল প্যারাডাইস আবাসিক হোটেল উঠেন। ঘটনার দিন বুধবার (২৯ মার্চ) ১১.৩০ ঘটিকায় সময় হোটেল প্যারাডাইসে তামান্না আক্তারের শরীরের অবস্থা খারাপ হলে তার কথিত স্বামী হুমায়ূন তাৎক্ষণিকভাবে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে নিকলী থানার ওসি মোহাম্মদ মুনসুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন , লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
Leave a Reply