নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার কৃতি সন্তান বুড়িগোয়ালিনী বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিজ শিক্ষা প্রতিষ্টানে আজ ওয়াজ করছেন।শিক্ষা গুরু আলহাজ্ব হাফেজ রেজাউল করিম সাহেবের হাতে গড়া হাজার ও হাফেজ তার মধ্যে একজন হাফেজ সালাউদ্দিন। এই সালাউদ্দিন দেশের বিভিন্ন স্থানে দিনের দাওয়াত দিয়ে থাকেন। তিনি একজন ভালো ওয়াজ বয়ান ক্বারী। বুড়িগোয়ালিনী বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার দুইদিনের মাহফিলের প্রথম দিন ওয়াজ বয়ান করে এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই হাফেজ সালাউদ্দিন। এলাকাবাসী তার জন্য প্রাণ ভরে দোয়া করেছেন আল্লাহ্ তাকে যেন দিনের খেদমত করার আরো বেশি বেশি তৌফিক দান করেন।
Leave a Reply