নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার ৫ টি উপজেলায় (শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, সাতক্ষীরা সদর এবং কলারোয়ায়) মোট ২৫ টি গরিব অসহায় পরিবারকে ইফতার বাজার দিতে সক্ষম হয়েছে। উক্ত ইফতার সামগ্রী ক্রয় করতে নগদ অর্থ প্রদান করে সার্বিক সহযোগিতা করেন, সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের সকল এডমিন মডারেটরদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করেছেন অসহায় পরিবারের সদস্যরা।
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রুপের সকল সম্মানিত সদস্যদের প্রতি যারা সাতক্ষীরার সৌন্দর্যকে তুলে ধরে প্রতিনিয়ত গ্রুপে পোস্ট ,লাইক ,কমেন্ট করে আমাদের পাশে আছেন। আপনারা পাশে থাকলে আগামীতেও সকল মানবিক ও সামাজিক কাজ করে আমাদের মানবিক সংগঠন আগামীতে আরো অনেক বেশি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে সক্ষম হব।
ইফতার সামগ্রী ছোলা ১ কেজি,চিড়া ১ কেজি,চিনি ১ কেজি,খেজুর ৫০০ গ্রাম,মুড়ি ১ প্যাকেট,টোস্ট ১ প্যাকেট।
প্রাণের জন্মভূমি সাতক্ষীরার রূপ ও বৈচিত্র, প্রকৃতি পরিবেশ এবং ইতিহাস–ঐতিহ্য কে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের মাধ্যমে তুলে ধরে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশায় গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন সকলকে।
মানবিক কাজে যারা সাহায্য করেছেন তাদের নাম,গ্রুপের মডারেটর সালাউদ্দিন আহমেদ,ফারুক হোসেন,শাহিন ফরহাদ,আতিক ইসলাম,মুত্তাকিম বিল্লাহ, ইলিয়াস হোসেন এবং এডমিন উম্মে ফোয়ারা রানী, ফিরোজ হোসেন, মোঃ সোলাইমান ও তাফসিরুল হাসান প্রিন্স
যেসব এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেন,শ্যামনগরের দাতিনাখালি বুড়িগোয়ালিনী ও ভেটখালি।কালিগঞ্জের রায়পুর পাউখালি সাদপুর এবং নারায়নপুর।আশাশুনি সদর,ভোমরা, কলারোয়ার যোগীখালী এবং জালালাবাদ ।
Leave a Reply