সংবাদ শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে–একান্ত সচিব মাহবুব আলম কালিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  গাবুরা চকবারা থেকে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগর অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট সুমন কে গ্রেপ্তার করেছে পুলিশ  বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন জামায়াতে আমীরের শপথ ও ইউনিয়ন টিম গঠন  কালিগঞ্জের পল্লীতে আদালতের আদেশ উপেক্ষা করে জবরদখলের অভিযোগ দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ যেনো ব্যাবসায়ীদের নেশায় পরিনত হয়েছে বন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি তে ড্রোন উড্ডয়ন, পরিচালনা প্রশিক্ষন গাঁজাসহ শ্যামনগরে শ্বাশুড়ি-বৌমা আটক নলতায় ৪ দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন ও ক্যাম্পাসের নাম বদল
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায় ও তৃতীয় পর্যায়ের অবশিষ্ট জমিসহ সরকারি বাসগৃহের চাবি এবং দলিল হস্তান্তর উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। মঙ্গলবার বেলা ১১টায় নির্বাহী অফিসারের অফিস কক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সারাদেশে প্রায় ৫ লাখ ‘ক’ শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূণর্বাসনে আশ্রয়ণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী উদ্যোগ উল্লেখ করে প্রেস ব্রিফিংয়ে খালিদ হোসেন সিদ্দিকী বলেন, বহু প্রতিকূলতা মোকাবেলা করে তৃনমূল পর্যায়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সাংবাদিকসহ সকলকে সাথে নিয়ে আশ্রয়ণ প্রকল্প সুষ্ঠভাবে বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। সব মিলিয়ে এপর্যন্ত দেবহাটার মোট ১৬২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দুই শতক করে সরকারি জমিতে বাসগৃহ নির্মান করে পূণর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর যুগান্তকারী এ প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাসগৃহ গুলোর নির্মানকাজে উন্নতমারেন নির্মান সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা হয়েছে। একই সাথে এসকল পরিবারের জন্য রাস্তা নির্মান, বিদ্যুতায়ণ, সুপেয় পানির ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধাও ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এসকল বাসগৃহের দলিল ও চাবি হস্তান্তরের উদ্বোধন করবেন।
তিনি আরও বলেন, বাসগৃহের দলিল ও চাবি হস্তান্তরের পরপরই দেবহাটা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে। তবে পরবর্তীতে যদি প্রাকৃতিক দূর্যোগ বা অন্য কোন কারনে নতুন করে ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর সৃষ্টি হয়। তাহলে তাদেরকেও সরকারি পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক পর্যায়ক্রমে পূণর্বাসনের ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু হবে।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সমাজসেবা অফিসার অধীর গাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আশালতা খাতুনসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও প্রেসক্লাব নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড