দেবহাটা প্রতিনিধি:
সুরের মূর্ছনায় কাঁপবে মঞ্চ, গাইবে এবার সাতক্ষীরার কণ্ঠ” এই স্লোগান সামনে রেখে দেবহাটা উপজেলায় অডিশন পর্ব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলা রিসোর্স সেন্টারের সভাকক্ষে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিচারকমন্ডলী ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সংগীত শিল্পী যথাক্রমে আবু আফফান রোজ বাবু, শামীমা পারভিন রত্না, চৈতালী মুখার্জি, মনজুরুল হক, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম। অডিশনটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রোগ্রাম ম্যানেজার জাহিদ হাসান। দেবহাটা উপজেলা থেকে মোট ২৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন যার মধ্যে ১৪ জন ইয়েস কার্ড পেয়েছেন।
উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবিরের ব্যতিক্রমী উদ্যেগে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করতে সাতক্ষীরার কণ্ঠ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। যার মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে প্রান্তিক শিল্পীদের লুকায়িত প্রতিভার সন্ধানে শুরু হয়। এতে প্রতিষ্ঠিত শিল্পী ব্যতীত ১৫ বছরের ঊর্ধ্বে বয়সীরা নিবন্ধন করেন। পরবর্তীতে উপজেলা পর্যায়ে অশনের মাধ্যমে তাদেরকে জেলা পর্যায়ে বাছাই করা হচ্ছে।
Leave a Reply