শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে সুন্দরবন নির্ভরশীল বনজীবিদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ সোমবার অনুষ্ঠিত হয়।
ওয়াইল্ডটিমের আয়োজনে দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর ইউএনও মোঃ আক্তার হোসেন। বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, শিক্ষক রনজিৎ কুমার বর্মন। প্রশিক্ষণ সহায়কের বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার মোঃ আবু জাফর ও ফিল্ড ফ্যাসিলিটেটর সনজিৎ মন্ডল। এক শত পঞ্চাশ জন বনজীবির অংশ গ্রহণে প্রশিক্ষণে বন আইন, বনজীবিদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, বন্য প্রাণী দ্বারা আহত ও নিহতদের ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া,বাঘে মানুষে দ্বন্ধ কমিয়ে আনা,বনজীবিদের টেকসই উপায়ে বনজ সম্পদ আহরণে উৎসাহিতকরা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে বনজীবিদের মধ্যে ফাষ্ট এইড উপকরণ প্রদান করা হয়।
Leave a Reply