কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলা সদরে অবস্থিত কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গনে দীর্ঘদিন পরে হলেও শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, কয়রা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম,কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তা গাউসুল হক, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, ইউপি সদস্য গনেশ চন্দ্র মন্ডল, শ্রমীকলীগ নেতা আমিরুল ইসলা, হুমায়ুন কবির নিউটন, ছাত্রলীগ নেতা আমিনুল হক বাদল, তরিকুল ইসলাম ডালিম প্রমুখ। কপোতাক্ষ মহাবিদ্যালয়ের নিজ অর্থায়নে এ শহীদ মিনার নির্মিত হচ্ছে। শহীদ মিনারটি নির্মান হলে ছাত্র ছাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজের লাইব্রেরিয়ান মোঃ জাকারিয়া।
Leave a Reply