চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ২জন আহত হয়েছে।
নিহত ও আহতরা হলেন, গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামের সাইদুর রহমানের ছেলে সাকিব (২৫), গোমস্তাপুর গ্রামের আয়েস উদ্দিনের ছেলে সেলিম (২৫), একই গ্রামের সাদিকুল এর ছেলে এন্তাজ আলী (২৮)।
নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান গত সোমবার রাত ৯টা ১৫মিনিটের দিকে ৩জন মিলে মোটরসাইকেলে চড়ে নেজামপুর থেকে নাচোল আসার সময় আমনুরা গামী অজ্ঞাত নামা ট্রাকের সাথে জোনাকিপাড়া মোড়ে পাকা রাস্তার উপর মুখোমুখি সংঘর্ষ হলে সাকিব ঘটনাস্থলে নিহত হন।
অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস কর্মী ও নাচোল থানা পুলিশ তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
Leave a Reply