খুলনা প্রতিনিধি// খুলনা জেলার তেরখাদা থানা পরিদর্শন করেন, মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা। পরিদর্শনকালে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ ও থানার দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং থানায় আগত সেবা প্রার্থীদের সেবাদান কার্যক্রমকে আরো গতিশীল করতে থানায় উপস্থিত অফিসার ও ফোর্সদের দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি তেরখাদায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং থানার আইন-শৃঙ্খলা ঠিক রাখার নিমিত্ত তাদের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বলেন ।একইসাথে তিনি গ্রাম পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের কল্যাণে জেলা পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে মর্মে আশ্বস্ত করেন।
Leave a Reply