এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর বিরামপুর উপজেলার মহাসড়কের পাশে চন্ডিপুর গ্রামে সোমবার (৬ মার্চ) ভোরে বৈদ্যুতিক আগুনে এক মুদি দোকানীর ভবিষ্যৎ স্বপ পুড়ে ছাই হয়েছে। সর্বস্ব হারিয় সম্ভাবনাময় একটি পরিবার এখন দিশেহারা পথে আহাজারি করছে। এ বিষয়ে মুদি দোকানী জাহাঙ্গীর আলম জানান,বিরামপুর-ফুলবাড়ি মহাসড়কের পাশে চন্ডিপুর মোড়ে তার একটি মুদিখানা দোকান ছিল। সারা জীবনের আয় রোজগার ও এনজিও’র টাকা দিয়ে সাজিয়েছিলেন সেই স্বপ্নের দোকান।
এই দোকানের আয় দিয়ে চলত তার দুই শিশুর সন্তানের লেখাপড়া ও সংসার।
তিনি অন্যান্য দিনের মতো প্রতিদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। ফজরের নামাজ পড়তে ওঠার সময় দেখতে পায় দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুনের তীব্রতায় কেউ কাছে যেতে পারেনি। তবে বিরামপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে দোকানের ফ্রিজ,গ্যাসের চুলা ম্যাজিক চুলা সহ বিভিন্ন প্রকার পণ্য প্রায় সাত লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত আব্দুল আজিজ বলেন,আনুমানিক রাত পাঁচ ঘটিকার সময় ৯৯৯
কল পেয়ে চন্ডিপুর নামক মোদির দোকানে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দল। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে জানান ।
Leave a Reply