আবুল হাসনাত মিনহাজ চট্টগ্রাম প্রতিনিধি
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল করতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা।
আজ ০৬ মার্চ ২০২৩ খ্রিঃ নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর বঙ্গবন্ধু কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জনাব ড. মোঃ আমিনুর রহমান, এনডিসি মহোদয়।
সিসিসিআই এর প্রেসিডেন্ট জনাব মাহাবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এবং মান্যবর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
এছাড়াও সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ ফয়েজ উল্যাহসহ ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply