শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। “ভোটার হবে নিয়ম মেনে ভোট দিবে যোগ্য জনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে আজ ২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
উপজেলা নির্বাচন অফিসার আল ইমরানের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবসের র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ায়রম্যান খালেদা আয়ুব ডলি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, সাধারন সম্পাদক জাহীদ সুমন, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণান্দ মূখার্জী, উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন), উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক আমজাদ হোসেন (মিঠু) প্রমূখ। র্যালিটি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে হতে বের হয়ে শ্যামনগরের গুরুত্বপূর্ণ সড়ক পরিদক্ষিণ করে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরিশেষে ১ জন নারী ভোটারকে স্মার্ট ভোটার আইডি কার্ড প্রদান করা হয়।
Leave a Reply