বাগেরহাট প্রতিনিধিঃ
ভোটার হবে নিয়ম মেনে, ভোট দিবো যোগ্য জনে” এ প্রতিপাদ্যে মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আল মামুন’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
বক্তারা বলেন, ভোটার হওয়া আমাদের অধিকার। ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। আমরা ভোটাধিকার রক্ষার জন্য দায়িত্ব পালন করছি। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানান কর্মসূচি গ্রহণ করেছেন। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয় অফিসার সবুজ বৈরাগী, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান প্রমুখ।
Leave a Reply