মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবনের সম্পদ রক্ষায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ ( সিপিজি) সদস্যদের ঝুঁকি প্রশমন কৌশল বিষযে ৩ দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৮ ফেব্রুয়ারী সকাল ১০ টায় পাথরখালী যুব সংঘের কার্যালয়ে ১২ জন সিপিজি সদস্য অংশ গ্রহন করছে। প্রতিবেশ এ্যাকটিভিটিজ প্রকল্পের সহয়তায় এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রতিবেশ প্রকল্পের দাকোপ-,কয়রা সাইট অফিসার মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামাপদ রায়,দাকোপ-কয়রা সহ- ব্যবস্থপনা নির্বাহী কমিটির ট্রেজারার মোঃ রিয়াছাদ আলী, শাকবাড়িয়া বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সিপিজি সদস্য পরিমল মন্ডল প্রমুখ। প্রশিক্ষন প্রদান করেন প্রতিবেশ প্রকল্পের সুবোধ কুমার বিশ্বাস ও দেবাশিষ ঘোষ।
Leave a Reply